পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩


 নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মুবিন আল মামুন (২০), মো. মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী৷

মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, আসামি মুবিন আল মামুন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে। মুবিনই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। গাড়িটির রেজিস্ট্রেশন সাবেক ওই সেনা কর্মকর্তার নামে বলেও জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহতাসিম মাসুদ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে উত্তরার নীলা মার্কেটে খাবার খেয়ে বাসায় ফেরার সময় একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। এ সময় হঠাৎ পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান৷ এ ঘটনায় মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন আহত হন

Post a Comment

Previous Post Next Post