ঘরে লাগা আগুনে পুড়ে ছাই ৯ মাসের ফুটফুটে আলিজা

 

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাসের শিশু আলিজা খাতুনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলায় এ ঘটনা ঘটে।

 
নিহত আলিজা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।  বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে কেউ আগুন লাগার বিষয়টি টের পাননি।
পরে আগুনের দাহের তীব্রতায় জেগে পরিবারের অন্য সব সদস্যরা ঘর থেকে বের হয়ে আসতে পারলেও আলিজা খাতুন থেকে যায় ঘরেই। পরে তার মৃত্যু হয়।
 
সিরাজুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেমিপাকা এই বাড়ির ছয় কক্ষের অধিকাংশ মালামাল পুরে যায়। একটি শিশুরও মৃত্যু হয়।
 
আকরাম হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ।

Post a Comment

Previous Post Next Post